লালবাগে কসমেটিকস কারখানায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা
বিদেশি ব্র্যান্ডের টুথপেস্ট ও শ্যাম্পু নকলের অভিযোগে রাজধানীর লালবাগে চার কসমেটিকস কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৫০ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল প্রসাধনী জব্দসহ ১৪ লাখ টাকা জরিমানা করেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন মদিনানগর দাওসুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সহায়তায় এ অভিযান চালায় র্যাব ১০ এর একটি দল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
বিজ্ঞাপন
র্যাব ১০ এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মদিনানগর দাওসুর এলাকায় চারটি ভেজাল কসমেটিকস তৈরির কারখানায় পরিচালিত অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদনহীন বিপুল পরিমাণ ভেজাল, নকল ও নিম্নমানের কসমেটিকস উৎপাদন, মজুদ ও বিক্রয় করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪৩ ও ৫০ ধারা মোতাবেক ৪টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, চার প্রতিষ্ঠানের ৪ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানা চারটি সিলগালাসহ প্রায় ৫০ লাখ টাকার ভেজাল, নকল, নিম্নমানের প্রসাধনী বিদেশি ব্র্যান্ডের সেনসোডাইন টুথপেস্ট, তেল ও বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের শ্যাম্পু প্রভৃতি সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, এসব নকল ও নিম্নমানের প্রসাধনী শিশু ও প্রাপ্তবয়স্কদের মারাত্মক চর্মরোগ এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও সৃষ্টি করতে পারে।
জেইউ/আরএইচ/এনএফ