করোনার টিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে বাস্তবতার উল্টো চিত্র উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সংস্থাটির বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ‘সরকার যেখানে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে, টিআইবি সেখানে উল্টোটা বলছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং লিগ্যাল নোটিশ দেওয়া হবে।’

টিকার বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘টিকা কিনতে সরকার ১৭ হাজার কোটি টাকা খরচ করেছে। সেগুলো ডিস্ট্রিবিউশন, প্রিজার্ভেশন, মানুষকে পুশ করা বাবদ আরও ৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে। অর্থাৎ এখানে খরচ হয়েছে মোট ২০ হাজার কোটি টাকা।’

তিনি বলেন, ‘সরকার সাড়ে ৯ কোটি ডোজ টিকা বিনামূল্যে বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করেছে। মূল্য ধরা হলে, এগুলোর প্রতিটির দাম ২৫ থেকে ৩০ ডলার। সেগুলোর দামও ধরা হলে আরও প্রায় ২০ হাজার কোটি টাকা বেড়ে যাবে।’

টিআইবির বক্তব্যের সূত্র ধরে সরকারের সমালোচনা করায় বিএনপি নেতা রুহুল কবির রিজভীরও সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

তিনি বলেন, ‘টিআইবির কথার সূত্র ধরে গতকাল রুহুল কবির রিজভী বক্তব্য দিয়েছেন। টিআইবি তো পারপাসফুলি করেছে আর রিজভী সাহেব মূর্খের মতো বলেছে।’

এসএইচআর/এমএইচএস