নারী ক্ষমতায়নের রোল মডেল বাংলাদেশ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নারীর ক্ষমতায়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বুধবার ভারতের নয়াদিল্লীতে চলমান ‘সপ্তম রাইসিনা ডায়ালগ-২০২২’ এর ‘দ্যা ফার্স্ট রেসপন্ডার্স : উইমেন লিডারশিপ অ্যান্ড দ্যা এসডিজি’ শীর্ষক সেশনে স্পিকার হিসেবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ওয়াসিকা আয়শা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারীবান্ধব নীতি তৈরি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বহুমুখী কার্যকরী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে নারীর ক্ষমতায়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি বলেন, নব্বইয়ের দশকে নারীরা যে পরিমাণ চ্যালেঞ্জের সম্মুখীন হতো, তার তুলনায় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট বহুগুণ ইতিবাচক। বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে, সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে, শ্রমবাজারসহ সব ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ ক্রমবর্ধমান। বর্তমানে দেশের তরুণ নারীরা আত্মবিশ্বাসে বলীয়ান। প্রত্যন্ত অঞ্চলেও নারীর অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সরকার সব প্রকার সুযোগ সুবিধা প্রসারিত করেছে।
ওয়াসিকা আয়শা খান বলেন, নারীরা সব প্রকার কাজ করতে সক্ষম। কিন্তু, পৃথিবীর সব দেশেই কর্মক্ষেত্রে নারীদের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। বর্তমানে অনেকদূর অগ্রসর হলেও এখনো কিছু কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারী-পুরুষ সবার সম্মিলিত অংশগ্রহণ ও প্রচেষ্টার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে।
এসডিজি একাডেমি ইন্ডিয়ার সাবেক পরিচালক চন্দ্রিকা বাহাদুরের সঞ্চালনায় সেশনে ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জেড ইরানি, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী কোয়েতি কেন্দিথ মাসেগো দিয়ামিনি, রিলায়েন্স ফাউন্ডেশন ইন্ডিয়ার উপদেষ্টা ভানিতা শার্মা এবং ভারতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সম্বি সার্প স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ২৫ এপ্রিল ২০২২-এ উদ্বোধনকৃত সপ্তম রাইসিনা ডায়ালগের ১০০টি সেশনে পৃথিবীর ৯০টি দেশের ২১০ জন স্পিকার অংশ নেবেন।
এইউএ/আইএসএইচ