ঝুঁকিপূর্ণ ক্রসিং বন্ধ করে পুলিশের উদ্যোগে ইউলুপ চালু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিকেলে সড়ক ও মহাসড়ক বিভাগের ব্যবস্থাপনায় নতুন ইউলুপ চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ডেমরা জোন।
এতে করে সড়ক দুর্ঘটনা রোধে জনসাধারণ ও যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল হ্রাস পাবে বলে মনে করছে ট্রাফিক ওয়ারী বিভাগ।
বিজ্ঞাপন
বুধবার (২৭ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিকেল এলাকায় এ ইউলুপ চালুর পাশাপাশি মেডিকেলের সামনে আগের অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ ক্রসিংটিও বন্ধ করেছে ট্রাফিক-ডেমরা জোন।
ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, সড়ক দুর্ঘটনা রোধে জনসাধারণ ও যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল হ্রাসে ইউলুপটি খুবই কার্যকর হবে।
অন্যদিনের মতো বুধবার সকালে যানজট ছিল না। মাতুয়াইল থেকে খুব সহজে পেরিয়ে যাওয়া যাচ্ছিল গন্তব্যে। মাতুয়াইল মেডিকেলের সামনে ক্রসিং না থাকায় সেখানে যানজট সৃষ্টি হয়নি।
জেইউ/আরএইচ