বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের নীতিমালা চায় সংসদীয় কমিটি
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার সংক্রান্ত নীতিমালা চায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ লক্ষ্যে খসড়া নীতিমালা তৈরি করতে একটি সাব কমিটও গঠন করা হয়।
বিজ্ঞাপন
ভিআইপি লাউঞ্জ ব্যবস্থার সংক্রান্ত সরকারের সার্কুলারগুলো একত্রিত করে সাব কমিটিতে এ নীতিমালা তৈরি করতে বলা হয়েছে।
কমিটির সদস্য তানভীর ইমামকে আহ্বায়ক করে এই সাব কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে কমিটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (এমেন্ডমেন্ট) বিল, ২০২২ আরও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সব সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কক্সবাজার ও সিলেট বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও কানিজ ফাতেমা আহমেদ।
এইউএ/আইএসএইচ