রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল এখন মানুষের আশা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। তাইতো এবার ঈদে রেলকে মানুষ প্রথম বাহন হিসেবে পছন্দ করেছে।

বুধবার (২৭ এপ্রিল) কমলাপুর রেলস্টেশনে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং ৪৬টি লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেলমন্ত্রী বলেন, ১০০টি পুরানো রেল কোচ সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আনা হচ্ছে ৪০টি লোকোমোটিভ। যার মধ্যে ১৬টি দেশে পৌঁছেছে, বাকি ২৪টি আসার পথে রয়েছে।

তিনি বলেন, সিঙ্গেল রেললাইনের জন্য আমরা বেশি সংখ্যক রেল পরিচালনা করতে পারি না। ট্রেন যাওয়া-আসার ক্ষেত্রে একটি ট্রেন আরেকটি ট্রেনকে পাসিং দিতে হয়। সিঙ্গেল লাইনের কারণে আমাদের এমন সমস্যা।

তিনি আরও বলেন, বিগত সময়ে রেলকে একটি অকেজো সংস্থায় পরিণত করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার রেলকে উন্নত করার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। সে অনুযায়ী কাজ চলমান রয়েছে। বর্তমান সরকার রেলে লোকবলের অভাব পূরণে বেশকয়টি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যে লোকবল সংকট থেকে পরিত্রাণ পাবে বাংলাদেশ রেলওয়ে।

এএসএস/এসএম