প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। এ অভিযানে ৮ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ঢাকা পোস্টকে তিনি বলেন, অভিযানের সময় হালদা নদীর মোহনায় অবৈধভাবে পাতানো অবস্থায় ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় জালের কোন মালিককে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।

অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া হালদা নৌ পুলিশ ক্যাম্পও আজ হালদা নদীর মদুনাঘাট এলাকায় অভিযান চালায়।  

এর আগে রোববার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো অবস্থায় ১২ হাজার মিটার সুতার ভাসানো জাল জব্দ করা হয়েছিল।

কেএম/আইএসএইচ