আড়াই কোটি টাকার আইসসহ মাদক কারবারি আটক
ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে আড়াই কোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম ভয়ঙ্কর মাদক ‘আইস’সহ মনির হোসেন ওরফে সৌরভ (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১৭ এপ্রিল) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মো.ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল শনিবার রাতে কেরানীগঞ্জের কদমতলা এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানস্থলে কয়েকজন মাদক ব্যবসায়ী আইস বিক্রির জন্য অবস্থান করছিল। পরে র্যাব-২ এর উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর সময় একটি ব্যাগসহ সৌরভকে আটক করা হয়। পরে সেই ব্যাগ থেকে ৫০০ গ্রাম আইস জব্দ করা হয়। জব্দ হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সৌরভ জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে আইস এনে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় এজেন্টের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতো সে।
আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
এমএসি/এসএম