হাতিরঝিলের ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে বজলু মিরাজ চৌধুরী রাজ (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পরে তার মরদেহ উদ্ধার করে আজ দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কারিকেল হাসান ঢাকা পোস্টকে জানান, প্রেমিকার সঙ্গে অভিমান করে রাজ আত্মহত্যা করেছে। এ ঘটনায় তার প্রেমিকা নুর মির্জা আক্তার বর্ষাকে (২১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কারিকেল হাসান বলেন, রাজ ও বর্ষা দুজন দুজনকে ভালোবাসতেন। কিন্তু বর্ষার চলাফেরা পছন্দ করতেন না রাজ। তাকে বারবার সংশোধন হতে অনুরোধ করে রাজ। তাতেও বর্ষা সংশোধন না হওয়ায় অভিমান করে রাতে হাতিরঝিল ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করে রাজ।

তিনি আরও বলেন, রাতেই হাজারীবাগ থানার আত্মহত্যার প্ররোচনার মামলায় মধ্য বাড্ডা থেকে নুর আক্তার বর্ষাকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে পাঠিয়েছি। রাজ মিরপুর ১২ নম্বরে ভাড়া থাকতেন। বর্ষার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মদন গ্রামে।

এসএএ/এমএইচএস