কক্সবাজারের আক্তার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সলিম উল্লাহকে (৪০) চট্টগ্রামের বাকলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সলিম উল্লাহ ২০ বছর ধরে পলাতক ছিলেন।

বুধবার (১৩ এপ্রিল) বাকলিয়া থানার রাজখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, ২০০২ সালে কক্সবাজার সদর থানার লালপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আক্তার উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় কক্সবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে হত্যা মামলায় সলিম উল্লাহসহ ৮ জন আসামির বিরুদ্ধে আদালতে  অভিযোগপত্র দাখিল করা হয়। তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চলতি বছরের  ১৩ জানুয়ারি ১ জন আসামিকে মুত্যুদণ্ড ও সলিমসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণা করেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আক্তার হত্যাকাণ্ডের পর থেকে আসামি সলিম উল্লাহ গত ২০ বছর ধরে বারবার পেশা ও বাসা পরিবর্তন করছিল। কিন্তু র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে বাকলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে। আক্তার উদ্দিন হত্যার সঙ্গে নিজের সরাসরি সম্পৃক্ত ছিল বলে স্বীকার করেছে সলিম উল্লাহ।

কেএম/আইএসএইচ