চট্টগ্রামের হালদা নদী থেকে মৃত অবস্থায় আরও একটি বিপন্ন প্রজাতির ডলফিন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে হালদা নদীর গড়দুয়ারা সিপাহি ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, ডলফিনটির শরীরে লম্বা একটি আঘাতের চিহ্ন আছে। পুরুষ প্রজাতির ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫১ ইঞ্চি, ওজন ৩০ কেজির মতো হবে। এটিকে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে আনা হয়েছে। 

তিনি আরও বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, স্থানীয়রা মৃত ডলফিনটি হালদা নদীর গড়দুয়ারা সিপাহুর ঘাট এলাকায় ভাসতে দেখেন। পরে তারা নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন। তারা গিয়ে স্থানীয়দের সহায়তায় ডলফিনটি উদ্ধার করে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে আনেন। 

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির এই ডলফিনগুলো এখনো হালদা নদীতে আছে। 

কেএম/আইএসএইচ