ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় ঘাতক গাড়িটির চালক মো. জাফর উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১৩ এপ্রিল) নোয়াখালীর সেনবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, চালক জাফর উদ্দিন ২০১৪ সাল থেকে কাভার্ডভ্যানটি চালাচ্ছেন। কিন্তু তার গাড়ি চালনার কোনো লাইসেন্স নেই।  এছাড়া জাফর উদ্দিনের ডোপ টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

ফেনী ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এসব তথ্য জানান।

এম এ ইউসুফ বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে ফেনীর রামপুর এলাকায় ঢাকামুখী লেনে মহীপাল হাইওয়ে থানা পুলিশের একটি দল পিকআপ ভ্যান নিয়ে মহাসড়কে যানজট নিরসন ও নিরাপত্তার দায়িত্বে ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান পুলিশের পিকআপটিকে পেছন থেকে সাজোরে ধাক্কা দেয়। এতে কনস্টেবল মোতাহের হোসেন (২৫) মারা যান। আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন কনস্টেবল আসাদুল ইসলাম। এ ঘটনায় কাভার্ডভ্যানটিও উল্টে যায়। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাফর উদ্দিনকে নোয়াখালীর সেনবাগ থানার দক্ষিণ রাজারামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক বলেন, জাফর উদ্দিন ৮ বছর ধরে কাভার্ডভ্যানের চালক হিসেবে কর্মরত থাকলেও তার গাড়ি চালনার কোনো লাইসেন্স নেই। তিনি ২০১৯ সালে হালকা গাড়িচালনার লাইসেন্সের জন্য দালাল দিয়ে আবেদন করেন। কিন্তু তিনি এখন পর্যন্ত লার্নার লাইসেন্স দিয়ে মহাসড়কে ভারী যানবাহন চালিয়ে আসছিলেন। জাফর সিলেট, বগুড়া, কক্সবাজার, টেকনাফ ও সর্বশেষ ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে ভারী গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।

তার ডোপ টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এছাড়া কার্ভাডভ্যানটির অত্যন্ত বেপরোয়া গতি এবং নিয়ন্ত্রণহীন ছিল।

কেএম/এমএইচএস