বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানে আগতদের মুখোশ ব্যবহার থেকে বিরত থাকা, বিরক্তিকর শব্দ উদ্রেককারী ভুভুজেলা, বাঁশি ইত্যাদি বাজানো থেকে বিরত থাকার জন্য নির্দেশনাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) শাহাদত হুসেন রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে নগরীর জনসাধারণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠানস্থল থেকে দর্শনার্থীদের প্রস্থান করতে হবে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অনুষ্ঠানে আগতদের মুখোশ ব্যবহার থেকে বিরত থাকতে হবে, ডিসি হিল ও সিআরবি এলাকায় দর্শকদের নির্ধারিত প্রবেশ ও বাহির পথ ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভুভুজেলা, বাঁশি ইত্যাদি বাজানো থেকে বিরত থাকতে হবে; বাজি, পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকতে হবে। এছাড়া বড় ব্যাগ, পোটলা, ব্যাক প্যাক বহন করা থেকে বিরত থাকতে হবে। উৎসব প্রাঙ্গণে কোনো খাবারের দোকান স্থাপন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নারী শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের নাগরিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কেএম/জেডএস