ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানির ট্রাকের বেপরোয়া গতি এবং নিয়ন্ত্রণহীন থাকার কারণে চট্টগ্রামের কোতোয়ালী থানার ইস্পাহানি মোড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে চাপা দেয় বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব বলছে, ট্রাকটির কোন নম্বরপ্লেট ছিল না। এছাড়া ট্রাকের রেজিস্ট্রেশন ও ফিটনেস ছিল না। 

ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের পর সোমবার (১১ এপ্রিল) চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে রোববার রাতে চালক আলী হোসেনকে আটক করা হয়। বারবার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করতে বেগ পেতে হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক বলেন, চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি (আকতারুজ্জামন ফ্লাইওভার হতে লালখান বাজারের পথে) রাস্তার বাম পাশে থাকলেও সেটি নিয়ন্ত্রণহীনভাবে ডান পাশে চলে যায়। মোটরসাইকেলটি সঠিক পথেই ছিল। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

তিনি বলেন, ট্রাকটির ড্রাইভার মো. আলী হোসেন (৪৯) দীর্ঘ ৯ বছর যাবৎ ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানিতে ড্রাইভার হিসেবে কর্মরত আছে। ২০০৯ সালে তার আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ হতে ভারী যানবাহনের লাইসেন্স পায় এবং গাড়ি চালনা শুরু করে। গাড়িটির ফিটনেস না থাকার দায়ভার ম্যাক্সের উপরও যায়। মামলায় তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।

গত বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানার ইস্পাহানি মোড়ে কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হন। নিহতরা হলেন- মো. ইকবাল উদ্দিন চৌধুরী (৪৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমী (৩৫)। 

হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে টাইগার পাসের দিকে যাচ্ছিলেন। এমন সময় ফ্লাইওভার থেকে নেমে আসা নির্মাণপ্রতিষ্ঠান ম্যাক্সের কংক্রিটবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তাদের উপর দিয়ে ট্রাকটি চলে যায়।

কেএম/আইএসএইচ