বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ গ্রেপ্তার ২ কালোবাজারি
রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৫৭ হাজার ২৯০ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করা হয়। যার বাজার মূল্য সাত লাখ টাকা।
রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১০ এর একটি দল বাবুবাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেপ্তার ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্য হলেন, সোহেল (২৮) ও আবুল কাশেম সরকার (৫৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শহরের বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
জেইউ/এমএইচএস