মোটরসাইকেলে ঘুরে ছিনতাই করতেন তারা
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শীতল ঝর্ণা আবাসিক এলাকা থেকে নগরীর শীর্ষ ছিনতাইকারী ইদ্রিস আলম অভি (২২) ও জাহিদ হাসান মুরাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, চার রাউন্ড কার্তুজ ও টিপছোড়া জব্দ করা হয়েছে।পুলিশ বলছে, তারা মোটরসাইকেলে ঘুরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করতেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বুধবার বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, বায়েজিদ থানা পুলিশের একটি টিম পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ডিউটি পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শীতল ঝর্ণা আবাসিক এলাকা থেকে চট্টগ্রাম শহরের শীর্ষ দুই ছিনতাইকারীকে ১টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার দুইজনের অপরাধ প্রক্রিয়া উল্লেখ করে ওসি কামরুজ্জামান বলেন, তারা মোটরসাইকেল যোগে ছিনতাইকারী গ্রুপের সক্রিয় সদস্য। তাদের একটি সংঘবদ্ধ চক্র আছে। তারা বিশেষ বিশেষ সময় ও স্থানে নম্বর ছাড়া মোটরসাইকেল নিয়ে অবস্থান নিত। নির্দিষ্ট কোন সিএনজি, অটোরিকসা বা নিরীহ পথচারীদেরকে টার্গেট করে ছিনতাই করে আসছিল। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে নিরীহ জনগণের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিত তারা।
তিনি বলেন, মো. ইদ্রিস আলম অভির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি ও জাহিদ হাসান মুরাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় ৮টি মামলা রয়েছে।
কেএম/আইএসএইচ