বাংলাদেশে শ্রম অধিকার নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকারে গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার।

সোমবার (৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডি’র পরিচালক সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় শ্রম অধিকার ও মানবাধিকার নিশ্চিতে জোর দেন সামান্থা।

মোমেন-সামান্থা বৈঠক নিয়ে ইউএসএআইডি’র মুখপাত্র রেবেক্কা চালিফের ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা ইস্যু, ক্লিন এনার্জি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ব্যবসায়িক পরিবেশ, বিশেষ করে শ্রম অধিকার আরও উন্নত করার ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য যৌথ প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

আলোচনায় সামান্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে সে বিষয়টি তুলে ধরেন। আগামী ১০ বছরে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা জানান তিনি। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের দেখভালের জন্য বাংলাদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

ওই দিন ঢাকা-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ওই বৈঠকেও বাংলাদেশের শ্রম অধিকার আরও উন্নত করার সুপারিশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এনআই/এসএসএইচ