পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি গোডাউনে আগুন লেগেছে। রোববার (৩ এপ্রিল) রাত ১১টা ৩৮ মিনিটে এ আগুন লাগে। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চকবাজার আশিক টাওয়ারের পাশে একটি গোডাউনে আগুন লেগেছে বলে জেনেছি। ফোন পাওয়ার চার মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।

আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।

এআর/এসএসএইচ