চট্টগ্রামে জনতা ব্যাংকের লালদীঘি পাড় শাখা থেকে ১১ কোটি ৮১ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করায় ব্যবসায়ী শহীদুল করিম চৌধুরীকে পৃথক তিনটি ধারায় ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। একই রায়ে আদালত ২০ কোটি ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবুর রহমান চৌধুরী বলেন, আদালত রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ২০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একই রায়ে দণ্ডবিধির ৪২০ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আর দণ্ডবিধির ৪৭৭ (ক) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, সবকটি ধারায় সাজা একসঙ্গে চলবে। সেই হিসেবে তাকে সাজা ভোগ করতে হবে ১০ বছর। 

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ২ জুলাই চট্টগ্রাম নগরের লালদীঘি পাড়ের জনতা ব্যাংকের শাখা থেকে ১১ কোটি ৮১ লাখ টাকা ঋণ নেন ব্যবসায়ী শহীদুল করিম চৌধুরী। পরে এ ঋণ পরিশোধ না করায় কোতোয়ালি থানায় মামলা হয়। ২০০৩ সালের ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১১ জনের সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দিয়েছেন। 

কেএম/আরএইচ