রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় পাঁচতলা বাসায় ঘুড়ি ওড়াতে গিয়ে লিফটের ফাঁক দিয়ে পড়ে কাউসার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউসারের বাবা আহম্মদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ওই বাসার নিচতলায় থাকি। এই বাসার সিকিউরিটি গার্ডের চাকরি করি। সকালে কাউসার বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত লিফটের ফাঁক দিয়ে পড়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাতুয়াইল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসকরা জানায় আমার ছেলে আর নেই।

তিনি আরও জানান, আমাদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার শ্রীপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।

এসএএ/ওএফ