রমজানে পানি সরবরাহ তদারকি করবে ঢাকা ওয়াসা
চলমান শুষ্ক মৌসুম ও রমজানে ঢাকা মহানগরীর পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মডস জোনগুলো তদারকি করবে ঢাকা ওয়াসা। এ জন্যে ১০টি অ্যাডভাইজারি ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এসব কমিটি জোন ভিত্তিক পাম্পগুলো আকস্মিক পরিদর্শনের পাশাপাশি পাম্প অপারেটরদের ডিউটি রোস্টার ও অপারেশন সিডিউল যাচাই করবে।
বিজ্ঞাপন
এছাড়া পাম্পচালকরা যথা নিয়মে দায়িত্ব পালনের বিষয়টি কমিটি দেখবে। কোনো ধরনের অনিয়ম পেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সুপারিশসহ ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করতে হবে। অ্যাডভাইজারি এবং মনিটরিং টিম আগামী ৭ মে পর্যন্ত এসব কাজ চলমান রাখবে।
ঢাকা ওয়াসার সচিব শারমিন হক আমীর এ বিষয়ে কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন।
শারমিন হক আমীর জানান, চলমান শুষ্ক মৌসুম ও আসন্ন রমজান মাসে ঢাকা মহানগরীর পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে মডস জোনসমূহে কার্যক্রম তদারকির জন্য ঢাকা ওয়াসার কর্মকর্তাগণের সমন্বয়ে মোট ১০ টি অ্যাডভাইজারি ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।
জানা গেছে, ১০টি মডস জোনের কমিটিতে রয়েছেন- মডস জোন-১ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহরুল ইসলাম। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-২ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত মাহমুদ। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৩ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেগম কামরুন্নাহার লায়লী। নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। মডস জোন-৪ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজুল হক। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৫ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে।
মডস জোন-৬ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে।মডস জোন-৭ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৮ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহসেন আলী মিয়া। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৯ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-১০ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নরুল ইসলাম। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে।
এএসএস/ওএফ