মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ও সিউলের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ আশ্বাস দেয় দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টার চোই জং কুন। উভয়পক্ষ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দু’দেশের অংশীদারিত্বকে পরবর্তী স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, কৃষি, মৎস্য, জৈবপ্রযুক্তি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ অভিন্ন স্বার্থে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে দুই দেশ।

এছাড়াও বৈঠকে কোরিয়া প্রযুক্তি, সাইবার নিরাপত্তা,জ্বালানি খাত, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ও জাহাজ নির্মাণ শিল্পে সহযোগিতা করতে সম্মত হয়েছে।

পররাষ্ট্র সচিব বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। কোরিয়ার ভাইস-মিনিস্টার বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় অবদান এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক কাজি রাসেল পারভেজসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এনআই/এসকেডি