ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা বর্জ্য পরিবহন, মজুত ও প্রক্রিয়াজাতকরণ এবং নিজেদের ওপর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চট্টগ্রাম সেবা সংস্থার মালিক জমির উদ্দিন ও কারখানা মালিক মো. সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) চট্টগ্রাম বন্দর থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. শাওন শওকত।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের একটি টিম বন্দর থানার ৩৭ নং ওয়ার্ডের টিজি কলোনি এলাকায় মো. সিদ্দিকের ভাঙারি কারখানায় অভিযান চালায়। প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ৩ টন চিকিৎসা বর্জ্য জব্দ করা হয়। অভিযানকালে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত সিরিঞ্জ, ব্যান্ডেজ, তুলা, স্যালাইন সেট, ব্যবহৃত সুই, এম্পুল, টেস্ট টিউব, ব্যবহৃত রিএজেন্ট কিট, ডায়ালাইসিসে ব্যবহৃত টিউব ইত্যাদি জব্দ করা হয়।

তিনি বলেন, কারখানাটিতে এসব সংক্রমিত, ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য যত্র-তত্র খোলা ও অনিরাপদ অবস্থায় মজুক অবস্থায় দেখা যায়। এ সময় কারখানাটিতে ২-৩ জন নারী শ্রমিককে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই এসব বর্জ্য প্রক্রিয়াকরণ করতে দেখা যায়। অভিযানকালে জব্দ করা ৩ টন চিকিৎসা বর্জ্য জাপান সরকারের (জাইকা) অর্থায়নে স্থাপিত ইনসিনারেটরে ধ্বংস করার জন্য জাইকা প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশের এ কর্মকর্তা বলেন, কারখানার মালিক সিদ্দিক আজ শুনানিকালে তার অপরাধ স্বীকার করেছেন। তিনি জানান, সিটি করপোরেশনের বিভিন্ন ডাস্টবিন এবং ডাম্পিং সাইট থেকে তিনি এসব চিকিৎসা বর্জ্য সংগ্রহ করে তার প্রতিষ্ঠানে নিয়ে প্রক্রিয়াজাতকরণ করেন। পরে বিভিন্ন দোকানে বিক্রি করে দেন।

এ সময় চট্টগ্রাম সেবা সংস্থা কর্তৃপক্ষকেও শুনানিতে ডাকা হয়। চট্টগ্রাম সেবা সংস্থার ম্যানেজার জানান, চিকিৎসা বর্জ্য মিশ্রিত সাধারণ বর্জ্য তারা সিটি করপোরশনের ডাম্পিং সাইটে অপসারণ করেন। কিন্তু চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী এসব সংক্রামক বর্জ্য উপযুক্ত ইনসিনারেটরের মাধ্যমে বিনষ্ট করতে হবে। বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার থেকে পরিবেশ সম্মতভাবে চিকিৎসা বর্জ্য সংগ্রহ ও পরিবহন করে জাইকা নির্মিত ইনসিনারেটর পয়েন্টের কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের জন্য চট্টগ্রাম সেবা সংস্থা দায়িত্বপ্রাপ্ত।

হিল্লোল বিশ্বাস বলেন, চিকিৎসা বর্জ্য মিশ্রিত সাধারণ বর্জ্য সিটি করপোরেশনের ডাম্পিং সাইটে অপসারণের মাধ্যমে চট্টগ্রাম সেবা সংস্থা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করেছে। তাই শুনানি শেষে চট্টগ্রাম সেবা সংস্থার মালিক জমির উদ্দিন ও ভাঙারির কারখানার মালিক মো. সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কেএম/এসকেডি