চট্টগ্রামে গেম খেলার জন্য মোবাইল ধরতে নিষেধ করায় মো. সিফাত (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে রাউজান উপজেলার পূর্ব গুজরা এলাকায় এ ঘটনা ঘটে।  

সিফাত ওই এলাকার প্রবাসী মো. আলা উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, গেম খেলার জন্য মায়ের কাছে মোবাইল চায় সিফাত। মা তখন ছেলেকে মোবাইল হাতে নিতে নিষেধ করেন। সেই সঙ্গে বলেন মোবাইল হাতে পেলে তোমার পড়ালেখা হয় না। মা এ কথা বলার পরে সিফাত অভিমান করে চলে যায়। এর কিছুক্ষণ পরে ফ্যানের সঙ্গে সিফাতকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। এরপর উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , মায়ের মোবাইল নিজের হাতে পেলে  ‘ফ্রি ফায়ার গেম’ খেলত সিফাত। এই কারণে তার পড়ালেখার ক্ষতি হচ্ছিল। তাই আজ মোবাইল চেয়েও মায়ের কাছ থেকে পায়নি সিফাত। এরপর আত্মহত্যা করে সে।  

কেএম/এসকেডি