কলম্বো বন্দর বেশি পরিমাণে ব্যবহারে বাংলাদেশকে প্রস্তাব
বাণিজ্য পণ্য পরিবহনে বাংলাদেশকে আরও বেশি পরিমাণে কলম্বো বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে। বুধবার (৩০ মার্চ) কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এ প্রস্তাব দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ড. মোমেন পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজনের করায় দেশটিকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে বাণিজ্য সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিজ্ঞাপন
ড. মোমেন বাংলাদেশ থেকে আলুসহ ফার্মাসিউটিক্যালস ও কৃষিজাত পণ্য আমদানির সম্ভাবনার বিষয়টি অন্বেষণ করার জন্য শ্রীলঙ্কাকে প্রস্তাব দেন। তিনি উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির দ্রুত সমাপ্তির ওপর জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম ও কলম্বো বন্দরের মধ্যে সরাসরি শিপিং লাইন এবং ক্রুজ পরিষেবা চালুসহ কলম্বোর বিমানের টিকিটের দাম অনেক বেশি হওয়ার কারণে দু’দেশের মধ্যে পর্যটন প্রসারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে রাষ্ট্রপতিকে অভিহিত করেন।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বৈঠকে উভয়পক্ষ খাদ্য নিরাপত্তা, আইসিটি, স্বাস্থ্যসেবা এবং ব্লু-ইকোনোমিসহ সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।
ড. মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে তাদের নিজ দেশে অবিলম্বে প্রত্যাবাসনের জন্য শ্রীলঙ্কার অব্যাহত সমর্থন চান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রীলঙ্কা সফরের আগে গোটাবায়াকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এনআই/এসকেডি