দ্রুত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পন্ন করার বিষয়ে জোর দিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

মঙ্গলবার (২৯ মার্চ) কলম্বোতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিস বৈঠক করেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী পিটিএ সম্পন্ন করার ওপর জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পিটিএ চুক্তির বিষয়ে ঢাকা ও কলম্বোর মধ্যে আলোচনা অগ্রসর পর্যায়ে রয়েছে, যা সম্পন্ন হলে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে। বৈঠকে ড. মোমেন বাণিজ্য বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য দু’দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন এবং ক্রুজ সেবা চালু করার ওপর জোর দেন। মোমেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে জানান, কলম্বোর বিমানের টিকিটের দাম অনেক বেশি হওয়ার কারণে দু’দেশের মধ্যে পর্যটন প্রসারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী উভয় পক্ষের সুবিধার জন্য বাংলাদেশি পণ্য পরিবহনের জন্য কলম্বো বন্দরকে আরও ভালভাবে ব্যবহারের ওপর জোর দেন। তিনি সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি ও নেতৃত্বের প্রশংসা করেন।

উভয় পররাষ্ট্রমন্ত্রী অভিন্ন সুবিধার জন্য বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করতে সম্মত হন।

এনআই/আইএসএইচ