প্রবাসীদের জন্য ‘ই-লকার’ চালু করবে মালয়েশিয়া সরকার
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের শ্রমিকসহ প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি ও প্রতারণার শিকার না হন, সেজন্য দেশটির সরকার ই-লকার চালু করবে। ই-লকারে মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশিদের বিস্তারিত তথ্য থাকবে।
মঙ্গলবার (২৯ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জাইনুদিনের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
বিজ্ঞাপন
রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডিফেন্স সার্ভিস এশিয়া (ডিএসএ) উপলক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মালয়েশিয়া সফরে আমন্ত্রণ জানান। এ আমন্ত্রণে এসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সভায় মিলিত হন। সভায় উভয় দেশের মন্ত্রীরা নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-লকারের বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সভায় বিস্তারিত তথ্য তুলে ধরেন। বাংলাদেশিদের তথ্যগুলো ডাটাবেজ আকারে সন্নিবেশ করার জন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকার অনেক কাজ করেছে। এনআইডি, পাসপোর্টসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এই ডাটাবেজ সংরক্ষণ করা হয়।
এক্ষেত্রে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি বা মালয়েশিয়ায় কেউ যাতে কোনভাবে প্রতারিত না হয়, সে লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার জন্য উভয় পক্ষ একমত পোষণ করেন। এক্ষেত্রে একটি এমওইউ স্বাক্ষরের জন্য মালয়েশিয়া প্রস্তাব করে বলেও এতে জানানো হয়।
এছাড়া মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতা সম্পর্কে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে জানানো হয়, মালয়েশিয়ায় অনেক নিরাপত্তাকর্মী প্রয়োজন হবে। এজন্য বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী মালয়েশিয়ায় আনা হবে বলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে বলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও মালয়েশিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
এসএইচআর/আইএসএইচ