অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই প্রস্তুত করায় চট্টগ্রামের বাকলিয়ার আমান ফুডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানের নেতৃত্ব দেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ‘পুষ্টি লাচ্ছা সেমাই’ প্রস্তত করা হচ্ছে। এই অপরাধে বাকলিয়ার আমান ফুড অ্যান্ড কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই আদালত নগরীর দেওয়ানহাট এলাকায় গাড়ি থেকে রাস্তায় কংক্রিট মিক্সার পড়ে জমাট বেঁধে যান চলাচলে বিঘ্ন ঘটায় এবং দুর্ঘটনার সম্ভাবনা পরিলক্ষিত হওয়ায় এম. জামাল অ্যান্ড কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

কেএম/এসকেডি