খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর খিলগাঁও এলাকার ফরাজী হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত সাইফুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী ইউএস-বাংলা গ্রুপের ক্যাটারিংয়ে চাকরি করেন। রাতে ডিউটি শেষে ডেমরার বাসায় ফেরার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার ১০ বছরের এক ছেলে রয়েছে। সে চতুর্থ শ্রেণির ছাত্র। আমাদের বাসা ডেমরা স্টাফ কোয়াটারের আমতলা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে একটি টিম পাঠিয়েছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন সেটি শনাক্তের চেষ্টা চলছে।
এসএএ/এসএসএইচ