সীতাকুণ্ডে উপকূলীয় এলাকা থেকে ৪৫ হাজার মিটার জাল জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডের আক্কেলপুর থেকে বাঁশবাড়িয়ার উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ হাজার মিটার জাল জব্দ করেছে নৌ পুলিশ।
সোমবার (২৮ মার্চ) বেলা ৩টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আক্কেলপুর থেকে বাঁশবাড়িয়ার সাগর উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি চরঘেরা অবৈধ জাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৪৫ হাজার মিটার।
তিনি আরও বলেন, জব্দ করা চরঘেরা জাল মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক প্রচলিত নিয়মে ধ্বংস করা হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কেএম/এসকেডি