ভারতীয় এলওসি কাঠামোর অধীনে এখন পর্যন্ত প্রায় ১ বিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে। রোববার (২৭ মার্চ) ভারত-বাংলাদেশ গভর্নমেন্টাল লাইনস অব ক্রেডিটের (এলওসি) আওতাধীন প্রকল্পসমূহ পর্যালোচনা জন্য উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির দ্বিতীয় সভায় এ তথ্য উঠে আসে।

সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, এলওসির অধীন প্রকল্পসমূহ পর্যালোচনা মনিটরিং কমিটির দ্বিতীয় সভা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতিত্ব করেন ভারতীয়  হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশন ও এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাইকমিশন বলছে, উভয় পক্ষ গত বছরের ৩ জানুয়ারি অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা করে। 

বৈঠকে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে৷ ভারতের লাইন অব ক্রেডিট কর্মসূচির অধীনে বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং এলওসির অধীনে মোট প্রতিশ্রুত অর্থের পরিমাণ ৭.৮৬২ বিলিয়ন ডলার। উভয় পক্ষই অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে উল্লেখ করেছে যে, ভারতীয় এলওসি কাঠামোর অধীনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এখন পর্যন্ত চুক্তি করা প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১ বিলিয়ন ডলার বিতরণের মাইলফলক কয়েক দিনের মধ্যে অর্জিত হতে চলেছে। 

বৈঠকে জানানো হয়, উভয় পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এক বছরে অর্থ বিতরণের গতি প্রায় দ্বিগুণ হয়েছে। এই সময়ে কোভিড-১৯ মহামারির ফলে উদ্ভূত গুরুতর চ্যালেঞ্জ সত্ত্বেও ২৩৮.৬৮ মিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে।

এনআই/এসকেডি