রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকার রয়েল টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২৮ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে প্রথমে ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ইউনিট সংখ্যা আরও ২টি বাড়ানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান শিকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসলামপুর এলাকার ৪ নম্বর আহসানউল্লাহ রোডের (নবাববাড়ি) রয়েল টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এপর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।।

এআর/জেডএস