দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সোমবার (২৮ মার্চ) সকালে নগরের নিউমার্কেট, ওয়াসা, টাইগারপাস মোড় ঘুরে দেখা গেছে, স্বাভাবিক সময়ের মতো যান চলাচল করছে।

তবে সকাল ৬টার পর থেকে চট্টগ্রামের নিউমার্কেটসহ কয়েকটি মোড়ে হরতালের সমর্থনে মিছিল করতে দেখা গেছে। সকালে নিউমার্কেট মোড়ের এক পাশে দাঁড়িয়ে মিছিল করেছেন বাম জোটের নেতাকর্মীরা। তবে সকাল সাড়ে ১০টার দিকে নিউমার্কেট মোড়ে হরতাল সমর্থকদের কাউকে দেখা যায়নি। তবে চট্টগ্রাম নগরীর বেশকিছু মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

নিউমার্কেট মোড়ে কথা হয় বাস চালক কবির হোসেন সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, অন্য দিনের মতোই গাড়ি চলছে। গাড়ি চালাতে কোনো সমস্যা হয়নি।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১১ মার্চ রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে বাম জোট।

কেএম/এসএসএইচ