দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত আধাবেলার হরতালে জন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে রাজধানীর নিউমার্কেট এলাকায়। সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর এলাকা ঘুরে দেখা যায়, অন্য দিনের মতোই চলছে গণপরিবহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবীদের সংখ্যা।

এসব এলাকার কোথাও হরতাল সমর্থনে পিকেটিং, মিছিল বা অবরোধ করতে দেখা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল থেকেই মিরপুর রোডে অন্য দিনের মতোই যান চলাচল করছে। গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত হরতালের সমর্থনে কোনো কর্মসূচি সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর মোড় পর্যন্ত দেখা যায়নি। তবে শাহবাগে হরতালের সমর্থনে অবরোধ করায় কিছুটা প্রভাব পড়েছে সায়েন্স ল্যাবরেটরি থেকে এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগ এলাকায় প্রবেশের সড়কটিতে।

সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দায়িত্বপালনরত ট্রাফিক পুলিশ সদস্য মোবারক হোসেন বলেন, গাড়ির চাপ সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য দিনের মতোই আছে। হরতালের কোনো প্রভাব নেই। শাহবাগে অবরোধ থাকলেও গাড়ি এলিফ্যান্ট রোড দিয়ে কাটাবন হয়ে শাহবাগের দিকে যাচ্ছে। তবে সড়কে কিছুটা ধীরগতি রয়েছে।

অপরদিকে এখন পর্যন্ত নিউমার্কেটসহ আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী। ঢাকা পোস্টকে তিনি বলেন, সকাল থেকে হরতালের সমর্থনে কোনো ধরনের কর্মসূচির খবর আমাদের কাছে নেই। আমাদের টহল টিম এ এলাকায় কাজ করছে। কেউ এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর দেয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শাহবাগে অবরোধের কিছুটা প্রভাব সায়েন্স ল্যাবরেটরিতে পড়েছে। তবে গাড়ি চলাচল বন্ধ নেই।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ও ভাসানী অনুসারী পরিষদের ডাকা এই হরতাল সকাল ৬টা থেকে শুরু হয়েছে।  চলবে দুপুর ১২টা পর্যন্ত। হরতালে বিএনপি, নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠন সমর্থন দিয়েছে।

আরএইচটি/এসএসএইচ