জীবনে সফল হতে হলে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জীবনে সফল হতে হলে পদে পদে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মানসিক দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর হলিক্রস কলেজের হল রুমে হলিক্রস কলেজ আয়োজিত ‘৪র্থ ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভালে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আতিকুল ইসলাম বলেন, জীবনে সফল হতে হলে পদে পদে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মানসিক দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। শুধু ক্লাসে প্রথম হলেই চলবে না। শিক্ষার পাশাপাশি দীক্ষাও অর্জন করতে হবে। মানবিক মানুষ হতে হবে। মানুষের বিপদে এগিয়ে যেতে হবে।
মেয়র আরও বলেন, সুশিক্ষিত হয়ে সত্যিকার মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে কাজ করতে হবে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিতে সম্পৃক্ত হতে হবে। এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির মাধ্যমে কনফিডেন্স বৃদ্ধি পায় এবং এর ফলে যেকোনো অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারা যায়।
অনুষ্ঠানে হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএসএস/এসকেডি