কদমতলীতে প্লাস্টিক দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ১
রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকায় প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ডে সাদেক খান (৫৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে রেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে বলেন, কদমতলী থেকে দগ্ধ অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ সাদেক খানের ছেলে আনন্দ খান ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা বাসা থেকে বের হয়ে ইব্রাহিম প্লাস্টিকের দোকানে বসে ছিল। হঠাৎ দোকানে আগুন লেগে আমার বাবা দগ্ধ হয়। তবে কীভাবে আগুন লাগছে সে বিষয়ে কিছু জানতে পারিনি। বাবার অবস্থা ভালো না।
দগ্ধ সাদেক খানের বাসা শনিরআখড়ার গোয়ালবাড়ি মোড় এলাকায়।
এসএএ/এসএসএইচ