নকশা অনুযায়ী মাঠ-পার্ক নিশ্চিত করতে হবে : মেয়র আতিকুল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি ডেভেলপার কোম্পানিগুলোকে নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নিশ্চিত করতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার মোহাম্মদপুরে ইউল্যাব মাঠে ডিএনসিসি মেয়রস কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ডিএনসিসি মেয়র বলেন, বিভিন্ন ডেভেলপার কোম্পানি যখন নকশা প্রণয়ন করে, তখন সেখানে খেলার মাঠ ও পার্ক নির্দিষ্ট করা থাকে। কিন্তু পরে সেই মাঠ ও পার্ক তারা নির্মাণ না করে প্লট আকারে বিক্রি করে দেয়। এটা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। খেলাধুলার মাধ্যমেই সোনার মানুষ তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র কাপ ২০২১ এর ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ৭ নম্বর ওয়ার্ড। ইউল্যাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৭ উইকেটে হারিয়েছে ২৮ নম্বর ওয়ার্ডকে। টসে হেরে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ২ ওভারে ১১১ রানে অলআউট হয় ২৮ নম্বর ওয়ার্ড। জবাবে চার বল আগে ৩ উইকেট হারিয়ে জয় পায় ৮ নম্বর ওয়ার্ড।
অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। মাঠে এসে খেলাধুলায় অংশ নিতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। খেলাধুলার মাধ্যমেই সোনার মানুষ তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার রুহুল সাইফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
এএসএস/আরএইচ