বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে করোনার টিকা নেন সাঈদ খোকন/ ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে সপরিবারে তিনি করোনার টিকা নেন বলে জানিয়েছেন তার জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমন।

করোনাভাইরাসের টিকা নেওয়ার পর সাঈদ খোকন বলেন, সরকারের টিকা প্রয়োগের ব্যবস্থাপনা অনেক ভালো। সবাই খুব আগ্রহ নিয়ে এবং সুশৃঙ্খলভাবে টিকা নিচ্ছেন। পাশাপাশি ঢাকাবাসীকে টিকা নেওয়ার জন্য আহ্বান জানাই। আমি টিকা নিয়েছি। আপনারা সবাই টিকা নিয়ে সুরক্ষিত থাকুন।

দেশের মানুষের প্রতি যত্ন নেওয়ার জন্য ও উৎসবমুখর আয়োজনের এমন টিকা প্রদান কর্মসূচির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এ মেয়র।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার যেসব স্থানে টিকা দেওয়া হচ্ছে- ডিএসসিসি এলাকায় সচিবালয় ক্লিনিক, ফুলবাড়িয়া সরকারি কর্মজীবী হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, আজিমপুর মা ও শিশু হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, পিলখানার বিজিবি হাসপাতাল, লালবাগের ঢাকা মহানগর শিশু হাসপাতাল, ডিএসসিসি পরিচালিত বংশালের কসাইটুলী নগর মাতৃসদন, হাজারীবাগ নগর মাতৃসদন, ধলপুর নগর মাতৃসদন, উত্তর মুগদা মাতৃসদন ও খিলগাঁওয়ের তিলপাপাড়া মাতৃসদন কেন্দ্রে।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় যেসব হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে- বাংলাদেশ সংসদ সচিবালয় ক্লিনিক, ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা শিশু হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, জাতীয় বাতজ্বরজনিত হৃদরোগ প্রতিরোধ কেন্দ্র, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট, জাতীয় কিডনি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থপেডিক হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, যক্ষ্মা হাসপাতাল, নগর মাতৃসদন-১ মগবাজার, নগর মাতৃসদন-২ মোহাম্মদপুর, নগর মাতৃসদন-৩ মাজার রোড, নগর মাতৃসদন-৪ পল্লবী এক্সটেনশন এবং নগর মাতৃসদন-৫ উত্তরা।

এএসএস/এফআর