করোনায় আমিও প্রণোদনা পেয়েছি : ত্রাণ প্রতিমন্ত্রী
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নানা পদক্ষেপের প্রশংসা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, করোনাভাইরাসের সময়ে সরকারের দেওয়া প্রণোদনা ছিল একটি বিশাল সিদ্ধান্ত। আমিও প্রণোদনা পেয়েছি।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. এনামুর রহমান বলেন, করোনায় সময়মতো প্রণোদনা ঘোষণা করার কারণেই অর্থনীতির সব খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। মহামারির সময়ে অর্থনীতি টিকিয়ে রাখতে এর কোনো বিকল্প ছিল না।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমি টিকা নিয়েছি, মন্ত্রণালয়ের সবাই টিকা নিয়েছে। টিকার কোনো সমস্যা নেই। সরকারের এখন যে ছয় কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু দেশের ১৬ কোটি মানুষকেই টিকা না দিতে পারলে সংক্রমণের শঙ্কা থেকেই যায়। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকে টিকা কার্যক্রমে যুক্ত করে নিলে সহজভাবে সবাইকেই টিকা দেওয়া সম্ভব হবে।
মন্ত্রী বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে বয়স কমিয়ে ৪০ করা হয়েছে। আমি মনে করি ১৮ বছরের নিচেও টিকা দেওয়ার বিষয়ে গবেষণা হওয়া উচিৎ। তারাও আক্রান্ত হচ্ছে।
টিকাদানে বেসরকারি হাসপাতালগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন খান বলেন, কোভিড মহামারির শুরু থেকেই সরকারি নির্দেশে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো ২৪ ঘণ্টা চালু রেখে নিরলসভাবে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। তাছাড়া আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে বেসরকারি হাসপাতালগুলো লাখ লাখ কোভিড রোগীদের নমুনা পরীক্ষা করছে।
তিনি বলেন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলো বিদেশগামী যাত্রীদের কোভিডমুক্ত সনদ দিচ্ছে। কিন্তু গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি পর্যায়ে কোভিড টিকাদান কার্যক্রম শুরু হলে বেসরকারি স্বাস্থ্য খাতকে টিকাদান কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়নি। এটা দুঃখজনক।
আনোয়ার হোসেন খান আরও বলেন, সর্বসাধারণের সুবিধার্থে অ্যাসোসিয়েশন থেকে ২০টি মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কেন্দ্র স্থাপনের অনুমতি চাওয়া হয়েছে। সেইসঙ্গে টিকা দিতে যৌক্তিক মূল্যমান সরকার থেকে নির্ধারণ করে দেওয়ার জন্য প্রস্তাবও উপস্থাপন করেন তিনি।
সংগঠনের সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিপিএমসিএর সাবেক সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ও বিপিএমসিএ-এর সাবেক সভাপতি ও বিপিএমসিএ-এর সদস্য ডা. মো. মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক মো. হাবিবুল হক, যুগ্ম সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী প্রমুখ।
টিআই/এফআর