পাহাড় কেটে দেয়াল নির্মাণের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড় কেটে রিটেইনিং দেয়াল দেওয়ার অভিযোগে নুর উদ্দিন নামে তৈরি পোশাক খাতের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১৪ মার্চ) আকবর শাহ থানায় মামলা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, গত ৬ তারিখ ঘটনাস্থল বায়েজিদের লিংক রোড পরিদর্শন করা হয়। পরিদর্শনে পাহাড় কেটে রিটেইনিং দেয়াল নির্মাণের প্রমাণ পাওয়া যায়। গত ১৩ মার্চ এ বিষয়ে শুনানি হয়। এতে আসামি নুর উদ্দিনের পক্ষে আবদুল হক উপস্থিত ছিলেন। শুনানি শেষে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করার আদেশ দিয়েছি। সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আকবর শাহ থানার বায়েজিদ লিং রোডের ৬ নম্বর সেতুর দক্ষিণ পাশে পাহাড় কাটার অভিযোগ পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি টিম। পরিদর্শনের সময় কর্মকর্তারা পাহাড় কেটে রিটেইনিং দেয়াল নির্মাণের প্রমাণ পান। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬-এর খ ধারা অনুযায়ী অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাহাড় বা টিলা কাটতে পারবে না। তাই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, আসামি নুর উদ্দিন একই এলাকার একটি প্রাকৃতিক ছড়ার ৮০ শতাংশ ভূমি দখল করে দেয়াল নির্মাণ করেছেন। এর পাশে বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজটি অবস্থিত। তাই ছড়াটি ওই এলাকার পানি নিষ্কাশনের পথ বলে মনে হয়েছে পরিবেশ অধিদপ্তরের কাছে। ছড়ার জায়গায় দেয়াল নির্মাণের ফলে ওই খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে উক্ত এলাকায় জলাবদ্ধতা হাতে পারে। এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মতামত চাওয়া হবে। তাদের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেবে পরিবেশ অধিদপ্তর।
কেএম/ওএফ