চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, পলিথিন বা প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর বিষয় সম্পর্কে নগরবাসীকে বারবার সচেতন করা হলেও বিষয়টি অনেকে আমলে নিচ্ছে না। তাই ২৫ মার্চের পর যাদের কাছে পলিথিন পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (১৪ মার্চ) দুপুরে রিয়াজউদ্দিন বাজারে পলিথিন ব্যবহার বন্ধ করার উপর এক প্রচারণা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, পলিথিন ব্যবহারের ব্যাপারে চসিকের কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা পর ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। তাই আগামী ২৫ মার্চের আগে পলিথিন যাদের কাছে আছে তা সরিয়ে নিয়ে বিকল্প চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে শেষ সময়সীমা বেঁধে দেওয়া হলো। ২৫ মার্চের পর যাদের কাছে পলিথিন পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মেয়র বলেন, চট্টগ্রাম হবে পলিথিনমুক্ত পরিবেশ বান্ধব নগরী। শুধুমাত্র বন্দর নগরী চট্টগ্রামে এক কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। এগুলো দ্বারা ড্রেন, নালা-নর্দমা, খাল, ডোবা ইত্যাদি ভরাট হয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন আমরা সবাই পলিথিনকে না বলি।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগসহ রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী সমিতির নেতারা।

কেএম/আইএসএইচ