বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নিম্নমানের বৈদ্যুতিক লাইট বিক্রির দায়ে ইলেকট্রনিক পণ্যের চারটি দোকানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-২ মার্কেটে এ অভিযান পরিচালনা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অনুমতি ছাড়া নিম্নমানের বৈদ্যুতিক লাইট বিক্রির অভিযোগে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-২ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি দোকানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নিম্নমানের বৈদ্যুতিক লাইট বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারটি দোকানকে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ বলেন, আপনারা কেউ বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত নিম্নমানের কোনো ইলেকট্রনিক পণ্য বিক্রি করবেন না। এর মাধ্যমে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়।

এমএসি/এসকেডি