চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার জহুর শপিং সেন্টারের মেসার্স যমুনা মেডিসিন শপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, জহুর শপিং সেন্টারের মেসার্স যমুনা মেডিসিন শপে ভেজাল ওষুধ বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লিটন দাস (৪৩) ও মোহাম্মদ আব্দুল আলী চৌধুরী (৩৫) নামে দুজনকে আটক করা হয়। পরে দোকান থেকে একাধিক কোম্পানির বিভিন্ন ধরনের সর্বমোট ৩ হাজার ৬৪১টি নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, জব্দ করা ভেজাল ওষুধের প্যাকেটগুলোর মধ্য থেকে নমুনা হিসেবে কয়েকটি প্যাকেটের মোড়ক উঠানো হয়। এতে দেখা যায়, এক কোম্পানির মোড়কের ওপরে অন্য কোম্পানির মোড়ক লাগানো আছে।  তারা দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

কেএম/এসকেডি