২০৭১ সালের মধ্যে দেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র করা হবে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশে বড় মাত্রার ভূমিকম্প মোকাবিলায় সরকার কাজ করছে। জাপান সরকার ও জাইকার কারিগরি-আর্থিক সহায়তায় ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করা হবে।
বুধবার ঢাকায় মতিঝিলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যার পূর্বাভাস দেওয়ার উপায় এখনো বের হয়নি। জনসচেতনতা ও পূর্ব প্রস্তুতি থাকলে বড় ধরনের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলা করে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সে কাজটিই করে যাচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট রেজওয়ান রহমান।
এসএইচআর/আরএইচ