ফুটপাতের ২৪টি অবৈধ দোকান ভেঙে দিল ডিএনসিসি
রাজধানীর মিরপুরে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা-দোকান ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ মার্চ) মিরপুর সেকশন-১১ এর ৪ নম্বর এভিনিউ এলাকায় রাস্তার পাশে ও ফুটপাতে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
সাধারণ পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পরিচালিত উচ্ছেদ অভিযানে অবৈধভাবে গড়ে তোলা ২৪টি দোকান উচ্ছেদ করা হয়। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হকের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত সুবিধা নিশ্চিত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা প্রদান করেছেন। আজকের অভিযানে পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে অবৈধভাবে গড়ে উঠা ২৪টি দোকান আমরা উচ্ছেদ করেছি।
এএসএস/ওএফ