একে তো যানজট অন্য দিকে গাড়ির সংকট। আজ বুধবার সকাল থেকেই রাজধানীবাসীর দিন শুরু হয়েছে যানজটকে সঙ্গী করে। সকাল থেকেই বিভিন্ন সড়কে লেগে আছে তীব্র যানজট, এর সঙ্গে রয়েছে গাড়ির সংকটও। 

যানজটের কারণে একদিকে যেমন গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। অন্যদিকে গাড়ির সংকটের কারণে পথে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। গাড়ির সংকটের কারণে গাড়িতে ঝুলে ঝুলে কর্মস্থলে পৌঁছাতে হয়েছে অনেককে।

রাজধানীতে যানজট অতি পরিচিত দৃশ্য হলেও গত কয়েক দিনে যানজটের মাত্রা তুলনামূলক বেশি। 

আজ বুধবার সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিগাতলা, সাইন্সল্যাব, নীলক্ষেত, বাটা সিগনাল, কাটাবন, শাহবাগ, পল্টন, গুলিস্তান সড়কে তীব্র যানজট দেখা গেছে। 

রফিক নামে এক চাকরিজীবী ঢাকা পোস্টকে বলেন, এই যানজটে ঢাকায় থাকতে আর ইচ্ছা করে না। ইচ্ছা হয় গ্রামে গিয়ে কৃষি কাজ করি।  
মোহাম্মদ সোলায়মান একজন কলেজছাত্র বলেন, সকাল ৮টায় মোহাম্মদপুর থেকে বাসে উঠে শাহবাগ পৌঁছেছেন ৯টা ৫০ মিনিটে। এদিকে তার ক্লাস শুরু সাড়ে ৯টায়।  

এ দিকে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী নিয়ে পল্টন আসা মো. তারেক বলেন, আসাদগেট থেকে পল্টন একবার আসতে দুইবার আসা-যাওয়ার সময় লেগে গেল। পথে এত যানজট, কোনোভাবেই গাড়ির গতি বাড়ানো যায় না। অনেক স্লো করে গাড়ি চালিয়ে আসতে হয়েছে। অন্যদিন সকালেও যানজটে পড়তে হয়, তবে আজকের মতো এত বেশি না। 

রোজিনা নামে এক নারী বলেন, শেষ পর্যন্ত বাসে যাওয়ার সুযোগ হয়নি। যে কারণে ৪৫ মিনিট হেঁটে অফিসে যাচ্ছেন তিনি। 

এনএফ