জনশুমারি প্রকল্পের নতুন পরিচালক দিলদার হোসেন

জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) কবির উদ্দিন আহম্মদকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব দিলদার হোসেনকে পিডি নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব মোহাম্মদ  খালেদ-উর-রহমান স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য বর্তমান প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহাম্মদ, পরিচালক, ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার উইং, বিবিএসের স্থলে মো. দিলদার হোসেন, উপ-সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

বর্ণিত কর্মকর্তা তার মূল দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

জনশুমারি প্রকল্প পরিচালককে বদলির কারণ কী- এমন প্রশ্নের জবাবে বিবিএস মহাপরিচালক মো. তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পরিবর্তন তো যেকোনো সময়ই হতে পারে। এটা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের  বিষয়। কাজের গতি ত্বরান্বিত করার জন্য এটা (বদলি) করা হয়ে থাকতে পারে। 

এসআর/এইচকে