শৈত্যপ্রবাহ আরও ২ দিন
দেশের বেশিরভাগ এলাকায় বইছে শৈত্যপ্রবাহ। উত্তরাঞ্চলসহ অধিকাংশ স্থানের মানুষ এখন শীতে কাঁপছেন। অনেক জায়গায় দেখা মিলছে না রোদের। আবার কোনো কোনো এলাকায় রোদের দেখা মিললেও রয়েছে হাড় কাঁপানো শীত।
শনিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, মূলত দেশের অধিকাংশ এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে দিন ও রাতের তাপমাত্রা কমে গেছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস সূত্র জানায়, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের সব অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৬২ শতাংশ।
এদিকে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় দেশের সর্বনিম্ন ৬.০৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া সৈয়দপুর, তেঁতুলিয়া, দিনাজপুর, ঈশ্বরদী, বদলগাছী এলাকায় তাপমাত্রা ছিল ৭ এর ঘরে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
একে/টিএম/এনএফ