প্রতীকী ছবি

টানা তিনবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি থেকে ফেরত পাঠানো ট্যাব কেনা প্রস্তাবটি অবশেষে অনুমোদন পেয়েছে। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বৃহস্পতিবার (৩ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, চতুর্থবারে এসে অনুমোদন পেয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ট্যাব কেনা প্রস্তাবটি। 

অর্থমন্ত্রী বলেন, ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট ‘ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে কেনা হবে। ট্যাবগুলো কিনতে ৪৪৭ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা ব্যয় হবে।

উল্লেখ্য, ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ শীর্ষক প্রকল্পের আওতায় ডিজিটাল জনশুমারির জন্য এই ট্যাব কিনতে চায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মূল প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৯ সালের ২৯ অক্টোবর।

অনুমোদিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭৬২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে আসবে ১৮৩ কোটি ১১ লাখ টাকা।

এসআর/এইচকে/