যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করে হাদিসুরের মরদেহ দেশে আসবে
ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুরের মরদেহ দেশে আনার বিষয়টি যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
হাদিসুরের মরদেহ কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, 'এটা তো বলা মুশকিল। আমরা হাদিসুরের পরিবারের সঙ্গে কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমিই কথা বলেছি। দ্বিতীয় সন্তান, তার বাবা-মা আছেন। বাবা শিক্ষক ছিলেন। আমরা তার মরদেহ সংরক্ষণ করেছি। আমরা হাদিসুরকে কবে বাংলাদেশে নিয়ে আসতে পারব বা যারা বেঁচে আছেন তাদের কী করতে পারব, সেটা যুদ্ধক্ষেত্রের উপর ডিপেন্ড করে।
আসলে তারা তো যুদ্ধের মধ্যে আটকে গেছে। এটার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। যতটুকু আমরা দেখছি, দুই পক্ষের কথা-বার্তার মধ্যে ভালো কিছু দেখছি না। যদি ভালো হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে আমরা হাদিসুরকে বাংলাদেশে ফেরত আনতে পারব এবং বাকিদেরও নিরাপদে নিয়ে আসতে পারব, বলেন তিনি।
মরদেহ প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু সে সরাসরি আক্রান্ত হয়েছিল, অনেকে ধারণা করছিল যে, সে বার্ণ হয়ে গেছে। হ্যাঁ, শরীরের কিছু অংশ পুড়ে গেছে কিন্তু হাদিসুর আমাদের সংরক্ষণে আছে। আমরা তাকে সংরক্ষণ করতে পেরেছি। এটুকু নিশ্চিতভাবে বলতে পারি।'
তিনি জানান, জাহাজে ২৯ জন ছিলেন। হাদিসুরকে যেহেতু হারিয়ে ফেলেছি, এখন ২৮ জন আছেন।
এসএইচআর/জেডএস